এতে কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে ৫-৬ মাস বা তার বেশি সময় লাগতে পারে বলে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান।
Published : 25 Jul 2024, 02:11 AM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সহিংসতায় দেওয়া আগুনে পুড়েছে বিআরটি প্রকল্পের বেশ কিছু স্থাপনা। এতে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতির পরিমাণ কমপক্ষে ৬০ কোটি টাকা।
এতে বিআরটি প্রকল্পটি নির্ধারিত সময়ে চালু করা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গাজীপুর সড়ক ভবন, বিআরটি স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। এতে ব্যাপক ক্ষতি হয় প্রকল্পের বেশ কিছু স্টেশনে।
বুধবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটি প্রকল্পের স্টেশন পরিদর্শনে আসেন বিআরটি কর্মকর্তারা। তারা আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন এস্কেলেটরসহ ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন।
এ সময় বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “দুর্বৃত্তদের আগুন ও ভাঙচুরের ঘটনায় বিআরটি প্রকল্পের ২৫টি স্টেশনের ৩১টি এস্কেলেটর ক্ষতিগ্রস্ত ছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেগুলো রাখা ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে।
“এতে অন্তত ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, “আমরা চাইছিলাম, সেপ্টেম্বরের মধ্যে স্টেশনগুলো চালু হয়ে যাবে। কিন্তু ক্ষয়ক্ষতির কারণে অনেকগুলো রিপেয়ার বা রিপ্লেসমেন্ট করতে হবে, যা সময়সাপেক্ষ। এ কারণে প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করা হয়ত সম্ভব হবে না।”
এক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে ৫-৬ মাস বা তার বেশি সময় লাগতে পারে বলে তিনি জানান।
পরিদর্শনকালে বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ, সুপারিনটেন্ডি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান ছিলেন।