কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই জেলা কারাগারে হামলা চালিয়ে ৮৫টি অস্ত্র ও আট হাজারের বেশি গুলি লুটের ঘটনা ঘটে।
Published : 18 Aug 2024, 04:43 PM
নরসিংদী জেলা পুলিশের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র হস্তান্তর করেছে সেনাবাহিনী; যার মধ্যে দুটি অস্ত্র জেলা কারাগার থেকে লুট হয়েছিল।
রোববার সকালে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সেনা ক্যাম্প থেকে এসব অস্ত্র সদর থানার ওসি তানভীর আহমেদের হাতে তুলে দেওয়া হয়ে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. ফাহিম মাহবুব।
হস্তান্তর করা অস্ত্রগুলোর মধ্যে কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, একটি রাইফেল এবং ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা তিনটি একনলা বন্দুক রয়েছে।
দুপুরে নরসিংদী সেনা ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ অগাস্ট রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করা হয়। যেটি কারাগার থেকে লুট হয়েছিল।
পরে ১৬ অগাস্ট রাতে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার জঙ্গলে লুকিয়ে রাখা একটি রাইফেল উদ্ধার করে সেনাবাহিনী; সেটিও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের একটি।
এ ছাড়া ৮ অগাস্ট নরসিংদী বড় বাজার জামে মসজিদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬টি রাবার বুলেট এবং ১১ অগাস্ট রায়পুরার মেথিকান্দা এলাকার জলাশয়ে ডাকাতদের ফেলে যাওয়া একনলা তিনটি বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগ করে ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দিলে ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এ সময় অস্ত্র-গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ভাঙচুর করে হামলাকারীরা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও আট হাজারের বেশি গুলি ছিনিয়ে নিয়েছে। এর মধ্যে সাত হাজার রাইফেলের এবং শটগানের গুলি রয়েছে এক হাজার ৫০টি।
আরও পড়ুন:
নরসিংদী কারাগারের এক জঙ্গিসহ ৩৭ কয়েদির আদালতে আত্মসমর্পণ
নরসিংদী কারাগার: পালিয়ে যাওয়া ১৩৬ আসামির আত্মসমর্পণ