Published : 04 May 2025, 09:33 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে একটি হাঙ্গর।
রোববার সকালে হাঙ্গরটি ধরা পড়ে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানিয়েছেন।
তিনি জানান, চুন্নু মাঝির জালে হাঙ্গরটি ধরা পড়েছে। বিভিন্ন প্রজাতির হাঙ্গর রয়েছে। এটা কোন প্রজাতির সেটা বিশেষজ্ঞরা ছাড়া বলা যাবে না। ধরা পড়া হাঙ্গরটির ওজন ১০ কেজি এবং তিন ফুট লম্বা।
মৎস্য কর্মকর্তা বলেন, হাঙ্গর গভীর সমুদ্রের লবণাক্ত পানির মাছ। কিছু হাঙ্গর আছে সমুদ্র উপকূলে কম লবণাক্ত পানিতে আসে। এটা মিঠা পানিতে বেঁচে থাকতে পারে। কিন্তু মিঠা পানিতে আসে না। যেটা এসেছে এটা অস্বাভাবিক ঘটনা।
“ধারণা করা হচ্ছে, সাগর থেকে দলছুট হয়ে হাঙ্গরটি নদীতে এসে পড়েছে।”
মৎস্য কর্মকর্তা বলেন, হাঙ্গরটি পানি থেকে উঠানোর পর মারা গেছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বনবিভাগকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, তিনি বিষয়টি জানেন না।