Published : 14 Jan 2025, 06:28 PM
বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শিক্ষক নেতা আব্দুল মালেককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী মঙ্গলবার তাকে জেলে পাঠানোর আদেশ দেন বলে কোতোয়ালি মডেল থানার থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
সোমবার তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আব্দুল মালেক বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ওসি মিজানুর রহমান জানান, বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গত ৪ অগাস্ট হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে মামলা করেন।
মামলার আসামি হিসেবে রাতে সদর রোডের বাটারগলির বাসা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
আদালতের জিআরও এনামুল হক বলেন, আব্দুল মালেককে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।