কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার তাকে দেখে বারবার হুইসেল বাজান।
Published : 22 Nov 2024, 07:35 PM
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির প্রাণ গেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জানান।
নিহত ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাতে মশিউর বলেন, “ঢাকা-কক্সবাজার রুটের রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কক্সবাজারমুখী ‘কক্সবাজার এক্সপ্রেসের’ লোকো মাস্টার তাকে দেখে বারবার হুইসেল বাজান।
“কিন্তু তিনি সরে না যাওয়ায় এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়দের খবরে রেলওয়ে পুলিশের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে ।”
তিনি বলেন, “নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, তিনি লবণ মাঠের শ্রমিক।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।