বৃহস্পতিবার ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
Published : 16 Aug 2024, 01:59 AM
যশোরের ঝিকরগাছায় বসতঘরে দেওয়া আগুনে এক ইউপি সদস্য ও তার স্ত্রী-সন্তান-ভাই দগ্ধ হয়েছেন।
বুধবার রাতে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে ইউপি সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান।
দগ্ধরা হলেন- ওই ইউনিয়ন পরিষদের সদস্য তালিমুল ইসলাম (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫), চার বছর বয়সি ছেলে মেহমিদ খান ও ইউপি সদস্যের ছোট ভাই ওবায়দুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ওসি কামাল হোসেন জানান, বুধবার রাত আড়াইটার দিকে ঘটা এ ঘটনার খবর পেয়ে পুলিশ যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে।
দগ্ধ ওবায়দুল জানান, রাতে তার ভাই স্ত্রী-সন্তান নিয়ে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায়। চিৎকার শুনে তিনিসহ প্রতিবেশীরা গিয়ে দেখতে পান, ঘরের দরজা বাইরে থেকে তার দিয়ে বাঁধা। পরে বাঁধন খুলে ভাই ও তার পরিবারকে উদ্ধার করতে গিয়ে তিনিও দগ্ধ হন।
ওবায়দুল আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন, তার ভাই, ভাবী ও তাদের সন্তানের শরীরের এক তৃতীয়াংশ দগ্ধ হয়েছে। তার ধারণা, কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে। কারণ, সারা ঘরে ছড়িয়ে পড়া আগুনে দম বন্ধ করা গন্ধ ছিল।