সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া ও গাইবান্ধা জেলায় দুজন করে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
Published : 23 Jun 2024, 10:52 PM
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আট জন।
শনিবার রাত ৮টা থেকে রোববার দুপুরের মধ্যে ঘটা এসব দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া ও গাইবান্ধা জেলায় দুজন করে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
এছাড়া গাজীপুরের শ্রীপুরে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক নারী শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ এলাকার মৃত রুস্তম প্রামাণিকের ছেলে আলাউদ্দিন প্রামাণিক (৭২) ও উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তরপাড়ার আব্দুস সোবহানের ছেলে ইজিবাইকচালক মাহমুদুল হাসান (২৫)।
সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রোববার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বালুবাহী একটি ট্রাক চাপায় বৃদ্ধ আলাউদ্দিনের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে আলাউদ্দিন প্রামাণিক হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম, এ ওয়াদুদ জানান, রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মাহমুদুল হাসানের মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
নাটোর:
নাটোর সদর ও লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়ার ওয়াইমোড় এলাকায় রোববার দুপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মজনু চৌধূরী (৭১) নিহত হয়েছেন বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত মজনু চৌধুরী নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।
এসময় অটোরিকশার দুই যাত্রী দইর উদ্দিন ও আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে, দুপুর দেড়টার দিকে লালপুরের তিলকপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানান লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ।
নিহত আব্দুল হান্নান (৬৫) উপজেলার কাজীপাড়া গ্রামের রনজিত মোল্লার ছেলে।
নাছিম আহম্মেদ বলেন, রাজশাহী-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের তিলকপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি মাইক্রোবাস সাইকেল আরোহী আব্দুল হান্নানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দূ্র্ঘটনার পর মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি ওই পুলিশ কর্মকর্তা।
বগুড়া :
বগুড়ার কাহালু উপজেলায় বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টায় উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাহালু থানার ওসি সেলিম রেজা জানিয়েছেন ।
নিহতরা হলেন-গাবতলী উপজেলার উনচুরকী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রত্না ঈদের পর বাবার বাড়ি বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে গেলে সেখানে সৈকতের সঙ্গে তার দেখা হয়। তখন তারা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন।
“এ সময় ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি জানিয়ে ওসি সেলিম রেজা বলেন, নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা:
গাইবান্ধার সদর ও সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক চালক মারা গেছেন।
এর মধ্যে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা জেলা শহরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন অধ্যাপক আব্দুল কাদির (৬৯)।
শহরের কলেজ রোডের সুন্দরজাহান মোড় এলাকায় এতিমখানার সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।
অধ্যাপক আব্দুল কাদির গাইবান্ধা প্রফেসর কোলনীর বাসিন্দা এবং সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গ্রামের সফর উদ্দীনের ছেলে।
২০১৪ সালে তিনি রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি লোকায়ত, দর্শন ও প্রগতি, বিজ্ঞান চেতনা, সমাজ চেতনা ইত্যাদি নিয়ে নিয়মিত গবেষণামূলক লেখালেখি করতেন।
এছাড়াও তিনি নারী জাগরণের জন্য ‘রোকেয়া পরিষদ’, বিজ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য ‘বিদ্যাবিথীকা’ নামে একটি শিক্ষালয় ও বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবদুল কাদির পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি মাসুদ রানা জানান, রোববার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ধাক্কায় আরেক রিকশাভ্যানের চালক নিহত হয়েছেন।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জাল্লাদুর মোড়ের অদূরে পূর্ব পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহত ছাকা মিয়া (৪০) দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (লাল বাজার) গ্রামের মৃত. ছইম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাকা মিয়া তার রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে জাল্লাদুর মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে আরেকটি রিকশাভ্যান পিছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
গাজীপুর:
ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাওয়ার সময় গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত এক গৃহবধূ হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কের লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আকবর আলী খান।
নিহত সুবর্ণা আক্তার (৩৫) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের মেয়ে। তিন সন্তানের জননী সুবর্ণা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের মো. শামীমের স্ত্রী।
নিহতের চাচা জাকির হোসেন জানান, ঈদে সন্তানদের নিয়ে বাবার বাড়ি শ্রীপুরে বেড়াতে আসছিল সুবর্ণা । শুক্রবার দুপুরে তিন বছর বয়সী মেয়ে মোছা. রাইসাকে কোলে নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে অটোরিকশায় উঠেন। লিচু বাগান এলাকায় মোড় নিলে অটোরিকশা থেকে সুবর্ণা ও রাইসা রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা সুবর্ণাকে চাপা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তার কোলে থাকা রাইসা অক্ষত ছিল।
স্থানীয়রা আহতাবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শনিবার সকালের দিকে তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই শনিবার রাত ১২টার দিকে সুবর্ণার মৃত্যু হয়।
ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।