রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পটনসমূহ আপাতত বন্ধ থাকছে।
Published : 06 Nov 2024, 03:35 PM
খাগড়াছড়ি-সাজেকের পর এবার বান্দরবানের চার উপজেলাও পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত বন্ধ থাকবে জেলার তিন উপজেলার পর্যটন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলার পর্যটনসমূহ উন্নুক্তকরণের’ এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, “বৃহস্পতিবার থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ নীলগিরি ও চিম্বুক এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
“তবে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পটনসমূহ আপাতত বন্ধ থাকছে। পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
জেলা প্রশাসক বলেন, “প্রশাসন কখনও চায় না পর্যটন বন্ধ থাকুক। কিন্তু আগে চায় সবার নিরাপত্তা নিশ্চিত হোক। সরকার বা প্রশাসন চায় না একটা প্রাণ ঝরে যাক।
“সেদিক দিয়ে বিবেচনা করে পরিস্থিতি মূল্যায়ন করে কিছু দিনের জন্য বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের জন্য বিরত থাকতে বলা হয়েছিল।
“এখন থেকে অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন। পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা সাত নভেম্বর থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, পর্যটকরা আসবেন।”
তিন উপজেলায় পর্যটন বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনাবলি রয়েছে। যেভাবেই বলা হোক না কেন রুমা, রোয়াংছড়ি ও থানচিতে কেএনএফ ইস্যু রয়েছে। এটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এটা অস্বীকার করার কিছু নেই।
তিনি আরও বলেন, “সেক্ষেত্রে আবশ্যিকভাবে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে। আমরা চাই না, জনগণের নিরাপত্তায় কোনো ঘাটতি হোক। স্বাভাবিকভাবে এসব বিষয়ে মূল্যায়ন করা হচ্ছে। যখন সিদ্ধান্ত পাব, তখন জানানো হবে।”
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শহিদুল কাউছার, সেনাবাহিনী-বিজিবির প্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।