“স্বজনরা নিহতদের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।”
Published : 20 Jun 2024, 04:59 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের গাগড়ামারি ও নেবুবুনিয়া গ্রামের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি গ্রামের ট্রলার চালক আহম্মদ আলী সরদারের ছেলে এনায়েত সরদার (৪৫) ও মাটিয়াভাঙ্গা গ্রামের আলামিন গাজীর ছেলে নাজমুল হোসেন (১৪)।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মুসা গাজী ও মইনুর হোসেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, “শ্যামনগরের বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন এনায়েত ও নাজমুল। পথে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়।”
ওসি আবুল কালাম বলেন, “ এনায়েত ও নাজমুল শ্যামনগরের গড় পদ্মপুকুর থেকে গাবুরা হয়ে খুলনার কয়রা উপজেলা ঘড়িলালে নিজ বাড়িতে ফিরছিলেন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে গাবুরার গাগড়ামারি ও নেবুবুনিয়ার মাঝামাঝি এলাকায় ফাঁকা একটি মাছের ঘেরে তারাসহ ৪-৫ জন আশ্রয় নেন।
“সেখানেই বজ্রপাতে দুইজন মারা যান এবং তিনজন আহত হন। খবর পেয়ে স্বজনরা নিহতদের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।”
আর আহতদের এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।