অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
Published : 31 Jul 2024, 09:17 PM
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬২টি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিয়াইন নদীর বিভিন্ন স্থানে এই অভিযানের সময় একটি নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, “জাফলং এলাকার পিয়াইন নদীর বিভিন্ন স্থানে লিস্টার (শ্যালো-ইঞ্জিন) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসন অবৈধ কার্যক্রম বন্ধে সবসময় জিরো টালারেন্স নীতি অবলম্বন করে আসছে।”
নদীর বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা জানিয়ে ইউএনও বলেন, “২০১৪, ১৫ ও ১৬ সালে পিয়াইন নদীর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।”
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযানকালে ৫০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গোয়াইনঘাট থানায় তহসিলদার শফিকুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জের কলাবাড়ি লংপুরবস্তির আবেদ আলীর ছেলে মিন্নাত আলী (২৮), একই উপজেলার মধ্যরাজনগর গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল মুতলিব (২৫) এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রামানিপুর গ্রামের জয় কুমার বিশ্বাসের ছেলে সুকেশ বিশ্বাস (৪২)।