Published : 30 Apr 2025, 02:45 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ওই গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছে বলে থানার ওসি মাহমুদুল হাসান জানান।
গ্রেপ্তার আবুল কাশেমের (৪০) বাড়ি ওই উপজেলায়।
মামলার বরাতে ওসি মাহমুদুল বলেন, “ভুক্তভোগী গৃহবধূর স্বামীও বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার রাতে গৃহবধূর স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশি কাশেম ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে তাকে জোর করে বাড়ির বাইরে টয়লেট সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে।
“এ সময় শাশুড়ি বাড়ি ফিরে গৃহবধূকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ঘটনাস্থলে পান। এ সময় কাশেম দৌড়ে পালিয়ে যান।”
পরে ধর্ষণের অভিযোগে মামলা করলে অভিযান চালিয়ে কাশেমকে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।