“বাইকে তো তেল নাই। এখন পাম্পেই বাইক রেখে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাব।”
Published : 05 Feb 2025, 12:24 PM
বিনা নোটিসে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। এতে যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় এ পাম্প ও পাম্প ঘুরেও মেলেনি জ্বালানি তেল।
দিনাজপুর জ্বালানি তেল পরিবেশক মালিক-গ্রুপের সেক্রেটারি শাহীন বলেন, “জেলার ১৩টি উপজেলায় ১১০টি পেট্রোল পাম্প রয়েছে। সকাল থেকে কোনো পাম্পে তেল বিক্রি হয়নি। সবগুলো বন্ধ রয়েছে।”
এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দেয়।
পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় মোটরসাইকেল চালকরা বেশি দুর্ভোগে পড়েছেন। অনেকে পাম্পে আসার পর জানতে পারেন পাম্প মালিকদের ধর্মঘটের কথা। ফলে তেল শূন্য বাইক নিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।
শহরের টার্মিনাল রোডের ‘সুমন ফিলিং স্টেশনে’ কথা হয় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র একরামুলের সঙ্গে। তিনি বলেন, “আমি তেল নিতে এসে শুনি, বিক্রি বন্ধ রয়েছে। এদিকে বাইকে তেল নাই। এখন কিভাবে যাবো, এ নিয়েই চিন্তা করছি।”
শহরের ‘দিনাজপুর পেট্রোলিয়াম পাম্পে’ কথা হয় রামনগর এলাকার ব্যবসায়ী আবুল কাশেমের সঙ্গে। জরুরি কাজে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি।
শহরের টার্মিনাল সড়কে বাইকের তেল শেষ হলে, পাম্পে ঢুকে জানতে পারেন তেল বিক্রি বন্ধ।
তিনি বলেন, “বাইকে তো তেল নাই। এখন পাম্পেই বাইক রেখে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাব।”
বুধবার সকাল থেকে জেলার প্রতিটি পাম্পেই একই দৃশ্য দেখ যায়।
দিনাজপুর পেট্রেলিয়ামের মালিক লাভলু বলেন, “যেহেতু আমাদের সংগঠন থেকে এ ধর্মঘট ডাকা হয়েছে, তারাই এটা সমাধান করবে। আজকে ১২টার দিকে সরকাররের প্রতিনিধির সঙ্গে আলোচনা হবে বলে শুনেছি।”