বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২০১৩ সালের জানুয়ারিতে একটি ট্রাক থেকে ৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এর চালককে গ্রেপ্তার করে র‌্যাব।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 02:22 PM
Updated : 21 March 2023, 02:22 PM

বরিশালে দশ বছর পর মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ মেহেদী আল মাসুদ আসামির অনুপস্থিতিতে এ রায় দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি এ এ কে এম আমিনুল ইসলাম সেন্টু।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিরাজ সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাধবকাঠির বাসিন্দা।

দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও ছয়মাসের সাজা ভোগ করতে হবে বলে জানান পিপি সেন্টু।

এ মামলায় নজরুল ইসলাম নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। তিনি একই উপজেলার ধানঘেরার বাসিন্দা। 

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৩ সালের ১৭ জানুয়ারি রাতে বরিশাল নগরীর কাশিপুর গনপাড়ায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব-৮ এর একটি দল একটি ট্রাক আটক করে। একইসঙ্গে ট্রাকের চালক সিরাজ এবং ট্রাকে থাকা আরও দুজন নজরুল ও বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে সিরাজের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকে পাঁচটি বস্তায় রাখা ৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরদিন র‌্যাবের সহকারী উপ-পরিচালক (ডিএডি) মোবারক ইসলাম বাদী হয়ে সিরাজ, নজরুল ও বাবুকে আসামি করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন।

“এয়ারপোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুই জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বাবুকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।” 

পাঁচজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছে বলে জানান বেঞ্চ সহকারী হারুন অর রশিদ।