অভিযানে দুটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়।
Published : 13 Feb 2025, 11:23 PM
ফরিদপুরে মধুখালী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার আগুন নিভিয়ে চার লক্ষাধিক কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
প্রশাসনের কোনো অনুমতি ছাড়া ইটভাটা স্থাপন এবং পরিবেশ ছাড়পত্র হালনাগাদ না থাকায় ভাটা গুলোকে আড়াই লাখ টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পযন্ত ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী।
উপপরিচালক সাঈদ আনোয়ার জানান, অভিযানকালে দড়ি বাজার এলাকায় অবস্থিত মো. সাব্বির শেখের মালিকানাধীন মেসার্স এসএসবি ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটাটি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে চালু করা হয়েছিল।
এ সময় দমকল বাহিনীর সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইটগুলি ধ্বংস করা হয়।
পরে বাগাট ইউনিয়নের গোমারা গ্রামে অবস্থিত মিটুল শেখের মালিকানাধীন মেসার্স এমএমকেবি ব্রিকসে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ভাটাটির পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের নিবন্ধন হালনাগাদ ছিল না।
পরে এ ইটভাটার আগুনও নিভিয়ে ফেলা হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।
সাঈদ আনোয়ার আরও বলেন, অভিযানে দুটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়।