“বিট অফিস সংলগ্ন রাস্তার পাশে বনের জমি দখল করে একটি বনদস্যু চক্র দোকান ঘর নির্মাণ করছে খবরে বনবিভাগের লোকজন সেখানে যায় এবং তাদের বাঁধা দেয়।”
Published : 04 Sep 2024, 09:51 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনভূমিতে অবৈধ দেকানপাট নির্মাণে বাঁধা দেওয়ায় বনদস্যুদের হামলায় বন বিভাগের তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দুপুরে কাচিঘাটা রেঞ্জের জাথিলা বিট অফিসে হামলার ঘটনা ঘটে বলে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল আলম জানান।
আহতরা হলেন- রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, বিট অফিসার মাসুম উদ্দিন ও বনপ্রহরী মোজাম্মেল হক। তাদরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “বিট অফিস সংলগ্ন রাস্তার পাশে বনের জমি দখল করে একটি বনদস্যু চক্র দোকান ঘর নির্মাণ করছে খবরে বনবিভাগের লোকজন সেখানে যায় এবং তাদের বাঁধা দেয়। এরপর তারা অফিসে ফিরে গেলে চক্রটি দলবদ্ধ হয়ে সেখানে গিয়ে হামলা করে। এ সময় হামলায় তিনজন আহত হয়।”
আহতদের মধ্যে বিট কর্মকর্তা মাসুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রেজাউল।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গাজীপুরে বনের সিংহভাগ বনভূমি দখল হয়ে যায়। সে সময় বনার্মকর্তাদের অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটেছে।