উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রথম দিনেই আসন পাবে, এটা তাদের অধিকার।
Published : 19 Oct 2024, 07:52 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীদের ক্লাস রোববার থেকে শুরু হচ্ছে। এবার ২১টি হলের মধ্যে কোথাও গণরুমের অস্তিত্ব নেই।
শনিবার পুরো ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পূর্বনির্র্ধারিত সময় অনুযায়ী নবীন শিক্ষার্থীরা হলে উঠেছেন। সকাল থেকেই হলগুলোর সামনে ভিড় দেখা যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গিয়ে হল প্রশাসনের সঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে স্বাগত জানাতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “বর্তমান প্রশাসন প্রতিটি শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা নিশ্চিত করে আগামীকাল থেকে নবীনদের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করেছে।”
এদিকে, শুরুর দিনই আসন পেয়ে খুশি নবীন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের একজন ইংরেজি বিভাগের সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে প্রথম দিনেই হলে সিট পেয়েছি, প্রশাসনকে ধন্যবাদ; আমরা সত্যিই আনন্দিত।”
নবীন শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরাও হলগুলোর আবাসন ব্যবস্থায় সন্তুষ্ট।
ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি করে নতুন নির্মিত মোট ছয়টিসহ ২১টি আবাসিক হলে নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজ নিজ আসন পাচ্ছেন এবার।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “নবীন শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলে প্রথম দিনেই আসন পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে পেরে আমাদের প্রশাসন আনন্দিত। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
আবাসিক হল এবং অ্যাকাডেমিক ভবনগুলোতেও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য।