তিন দিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে স্বজনরা জানায়।
Published : 17 Jan 2025, 06:30 PM
ভোলার মনপুরায় নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মাছ ধরার জালে আটকে ছিল।
শুক্রবার সকালে উপজেলার হাজীর হাট সি-ট্রাক ঘাট সংলগ্ন দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করেন বলে মনপুরা থানা ওসি মো. আহসান কবির জানান।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার চরযতিন গ্রামের বাসিন্দা।
জেলেরা জানান, সকালে বেহুন্দি জাল তুলে আনতে গেলে জালের মধ্যে নিখোঁজ মোস্তফার মরদেহ দেখতে পায় তারা। অন্য জেলেদের সহযোগিতায় তা তুলে তীরে নিয়ে আসেন। খবর পেয়ে মোস্তফার স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।
মঙ্গলবার বিকাল ৩টায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে তাকে উদ্ধারে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আসা ডুবুরি দল মেঘনায় তল্লাশি চালায়। অনেক অনুসন্ধানের পরও তার খুঁজে না পেয়ে ডুবুরি দল মনপুরা ত্যাগ করে।
মনপুরা থানা ওসি আহসান কবির বলেন, “লাশ উদ্ধারের খবর পেয়ে মনপুরা থানা পুলিশ এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”