“তার বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
Published : 30 Jan 2025, 04:36 PM
টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
বুধবার রাত সাড়ে ৯টায় দিকে টঙ্গীর পাগাড় (নরেন্দ্র) মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
নিহত ২৫ বছর বয়সী সারোয়ার হোসেন গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে।
তিনি টঙ্গীর পাগাড় এলাকার সোহেলের বাসায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
ঘটনার পর থেকে সারেয়ারের বন্ধু ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহতের বন্ধুদের বরাতে টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুল্লাহ আল রুম্মান বলেন, “সারোয়ারের কাছ থেকে তার বন্ধু ওমর ফারুক প্রায় ৪-৫ মাস আগে ১ হাজার টাকা ধার নেন। কিছুদিন পর টাকা ফেরত দেওয়ার কথা ছিল ওমরের। পরে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ওমর না ফেরত না দেওয়ায় সায়োয়ার বিভিন্ন সময় টাকা চাইতে থাকে।
“বুধবার রাতেও সারোয়ার টাকা ফেরত চাইতে গেলে ওমর ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সারোয়ারকে মৃত ঘোষণা করেন।”
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, “সারোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তার বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
রাতেই হাসপাতাল থেকে সারোয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
তিনি বলেন, “ওমরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”