বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন

নিহতের ছেলেকে আটক করেছে নরসিংদীর পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 10:22 AM
Updated : 7 May 2023, 10:22 AM

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে জানিয়েছেন ছেলে; পরে তাকে আটক করে পুলিশ।

রোববার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার এসআই নবী হোসেন জানান।

নিহত ৭০ বছর বয়সি হাজী আইনুল হক ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক ২৮ বছর বয়সি ইয়াসিন নিহতের দ্বিতীয় ছেলে।

স্থানীয়দের বরাতে নবী হোসেন জানান, “ইয়াছিনের স্ত্রী হাওয়া বেগমের সঙ্গে আইনুল হক ও তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর কারণে ইয়াছিনের স্ত্রী বেশির ভাগ সময়ই বাপের বাড়িতে থাকতেন। 

“এসব বিষয় নিয়ে আজ সকালে ফের বাবার সঙ্গে ইয়াছিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ইয়াছিন নিজেই ৯৯৯-এ ফোন করে বাবাকে হত্যার কথা জানায়।”

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ইয়াছিনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে।

এদিকে মরদেহের সুরতহাল প্রস্তুতের সময় নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের জখম পাওয়া গেছে বলে জানান এসআই।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবী হোসেন।