রিপন মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
Published : 05 Jan 2025, 01:00 AM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
এ সময় উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের রহমত আলীর ছেলে মো. রিপন মিয়াকে (৪৮) ৫০ হাজার টাকা জরিমানা এবং ৭০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি তার কাছ থেকে মুচলেখা রাখা হয়।
শহিদুল ইসলাম বলেন, রিপন মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। জব্দ বালুর মধ্যে ৫০০ ঘনফুট সিলেকশন বালু এবং ১২০০ ঘনফুট ভিট বালু রয়েছে। এসব বালু নিলামে বিক্রি করা হবে।