Published : 27 Jun 2023, 09:56 PM
ফেনীতে দুর্বৃত্তদের হামলায় স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরে সদর হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।
আহত সাংবাদিকের নাম কামরুল আরেফিন (৩৮)। শহরের মাস্টারপাড়ার এই বাসিন্দা স্থানীয় 'দৈনিক আমার ফেনী'র শহর প্রতিনিধি হিসেবে কর্মরত।
দৈনিক আমার ফেনী'র সম্পাদক জমির উদ্দিন বেগ বলেন, কামরুল আরেফিন সংবাদ সংগ্রহে ফেনী জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথে একরাম চত্বরে অটোরিকশার এক বৃদ্ধ যাত্রীকে ১০-১২ জন যুবক মারধর করতে দেখতে পান। তিনি মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলতে গেলে ওই যুবকরা তাকে মারধর করতে শুরু করে। তাকে একটি মাইক্রোবাসে তুলে মারধর করতে করতে হাসপাতালের গেইট থেকে পাশের মুক্তা দুলাল প্লাজায় নিয়ে যায়।
“সেখানে মারধরের পর তার মোবাইল ফরম্যাট করে এবং সঙ্গে থাকা অর্থ নিয়ে যুবকেরা পালিয়ে যায়।”
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন; তিনি সেখানে চিকিৎসাধীন বলে জানান জমির।
সম্পাদক জমির বেগ আরও বলেন, হামলাকারীদের মধ্যে দুইজন ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের এক নেতার অনুসারী।
আহত কামরুল এ ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।
ফেনী মডেল থানার ওসি জানিয়েছেন, হামলার তথ্য পেয়ে এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।