মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী দিনে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন বলে মন্তব্য করেন মোমেন।
Published : 22 Apr 2023, 03:11 PM
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির না আসার ঘোষণার মধ্যে সিলেট সিটি করপোরেশনে কাউন্সিলর পদে বিএনপির নেতাকর্মীদের অংশ নেওয়ার ঘটনা আনন্দের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি প্রায়ই বলে, তারা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না। কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন এটা খুশির বিষয়।
“সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি কাউন্সিলর পদে চারশর মতো প্রার্থী নির্বাচন করবেন। এটি সুখের বিষয়, অতি উৎসাহের।
মন্ত্রী বলেন, “আমি আরও শুনেছি, এসব প্রার্থীদের এক-তৃতীয়াংশ বিএনপির লোক। আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন।”
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা সিলেটে দুইবারের মেয়র আরিফের প্রার্থিতা নিয়ে দলের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। তবে মেয়র আরিফ নিজে কিংবা দলের দায়িত্বশীল নেতারা এ নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি।
ঈদের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে যান মেয়র আরিফ। সেখানে থেকে ফিরে তিনি বলেছেন, এই নগরের জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়ে তিনি অবহিত। তাদের এই আশার মূল্যায়ন করবেন তিনি।
তবে এরই মধ্যে সেখানে আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী হিসেবে দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম ঘোষণা করেছে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী দিনে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি অত্যন্ত সৎ লোক। তার কাছে যে লোক যায়, তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।”