“রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে দ্বন্দ্বের বিষয়ে সমাধান হবে।”
Published : 05 Oct 2023, 10:35 PM
ফরিদপুরের গোল্ডেন লাইন পবিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বন্ধ থাকার তিন দিন পর আশ্বাসের ভিত্তিতে রাজবাড়ী-ঢাকা পথে বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে থেকে এই পথে বাস চলাচল শুরু হয় বলে জানান রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
মালিক সমিতির অভিযোগ, গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তারা চারটি-পাঁচটি ট্রিপ চালাচ্ছিলেন। এ কারণে গোল্ডেন লাইনের বাস চলাচলে বাধা দেওয়া হয়।
এর জের ধরে গত রোববার রাতে গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। তারপর সোমবার ভোর থেকেই ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, “আজ রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে বাস মালিক সমিতির মিটিং হয়েছে। মিটিংয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতি, গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হবে। সেই বৈঠকে গোল্ডেন লাইনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে সমাধান হবে।”
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার সময় রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রুপের লোকজন বাধা দেয়।
“এর জের ধরে ১ অক্টোবর রাতে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। পরদিন ২ অক্টোবর সকাল থেকে রাজবাড়ী-ঢাকা পথে সরাসরি বাস চলাচল বন্ধ হয়।
তিনি আরও বলেন, “রাজবাড়ীর বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের কয়টি ট্রিপ চলবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।”