কুমিল্লায় বাস থেকে উল্লুক উদ্ধার, যুবক আটক

উল্লুক বাংলাদেশে ‘মহাবিপন্ন’ প্রাণী বলে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 06:54 PM
Updated : 26 Sept 2022, 06:54 PM

কুমিল্লায় একটি বাস থেকে একটি উল্লুক উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার থেকে প্রাণীটি উদ্ধার এবং ওই যুবককে আটক করা হয়।

আটক মো. জুয়েল রহমান সোহেল (২৭) খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের হাফিজনগর এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

ওসি রাজেশ বড়ুয়া জানান, কক্সবাজার থেকে খুলনাগামী একটি এসি বাসে করে ‘পাচার’ করা হচ্ছিল ‘মহাবিপন্ন’ উল্লুকটি।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার আটক জুয়েলকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বলে রাজেশ জানান।

রাজেশ বড়ুয়া আরও জানান, ওই যুবক বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাস্টিকের ঝুড়িতে করে উল্লুকটি নিয়ে যাচ্ছিলেন।  

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছেন যে তিনি পার্বত্য জেলা বান্দরবান থেকে বিরল প্রজাতির উল্লুকটি সংগ্রহ করে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আমরা খবর পেয়ে তার কাছ থেকে উল্লুকটি উদ্ধার করি।”

সোমবার দুপুরে প্রাণীটি কুমিল্লা সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “আমরা ডিবি পুলিশের কাছ থেকে উল্লুকটি হাতে পেয়েছি। এটি বর্তমানে বাংলাদেশে মহাবিপন্ন একটি প্রাণী।”

মঙ্গলবার সকালে প্রাণীটি চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

উল্লুক সরাসরি মানুষের কাজে না লাগলেও এটি উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে বলে মোহাম্মদ আলী জানান।

মোহাম্মদ আলী আরও জানান, উল্লুক স্তন্যপায়ী; বানর গোষ্ঠীর মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন। বাংলাদেশের মৌলভীবাজারের লাউয়াছড়া, রাঙামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মেলে।