লক্ষ্মীপুরের ভ্যানচালকের ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমরান কোনো কোচিং কিংবা প্রাইভেট পড়েননি বলে তার এক শিক্ষক জানান।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 01:47 PM
Updated : 13 March 2023, 01:47 PM

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক ভ্যানচালকের ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি পরীক্ষায় ৪৭৯তম হয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছেন মো. এমরান হোসেন। 

এমরান কমলনগরের হাজির হাট ইউনিয়নের মিয়া পাড়ার ভ্যানচালক মো. ইউছুফের ছেলে। ইউছুফ একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির ভ্যানচালক।

হাজির হাট সরকারি মিল্লাত একাডেমী এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন এমরান।

হাজির হাট সরকারি মিল্লাত একাডেমীর শিক্ষক মো. ইফতেখার মাহমুদ বলেন, “এমরান মেধাবী শিক্ষার্থী। সে মেডিকেলে ভর্তির জন্য কোনো কোচিং কিংবা প্রাইভেট পড়েনি। সম্পূর্ণ নিজের মেধা ও প্রজ্ঞায় সে মেডিকেলে চান্স পেয়েছে।”

ইফতেখার জানান, ভ্যানচালক বাবার একমাত্র ছেলে এমরান। তার আরও ৪ বোন রয়েছে। এই পরিবারের সদস্যরা খুব সাদাসিধে জীবনযাপন করেন।

তিনি বলেন, “এমরান কমলনগরের গর্ব। উপজেলায় সে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এমরান মেডিকেলে চান্স পাওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।”

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, দরিদ্র পরিবারের সন্তান এমরান শিক্ষার্থীদের অনুপ্রেরণা। মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ায় এমরানকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এমরানের মেডিকেলে পড়াশোনায় সব সময় উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে জানান এই কর্মকর্তা।