বাস চালকের গাফলতি ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা সড়কে স্পিড ব্রেকার বসানোর দাবি করেন।
Published : 17 Sep 2024, 12:35 PM
শেরপুর সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
সোমবার রাত ৯টার দিকে ভাতশালা ইউনিয়নের শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট এলাকার জোড়া পাম্পের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
নিহত সুফিয়া বেগম (৪০) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী (চতুর্থ শ্রেণীর কর্মচারী) ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার রেলক্রসিং এলাকায়।
জানা যায়, শহর থেকে বাসায় ফেরার পথে শেরপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময় তাকে চাপা দেয় সোনার বাংলা পরিবহনের একটি বাস। এতে গুরুতর আহত সুফিয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ওই ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেরপুর-ঢাকা মহাসড়কের রাস্তা অবরোধ করে রাখে।
বাস চালকের গাফলতি ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা সড়কে স্পিড ব্রেকার বসানোর দাবি করেন। প্রায় চার ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়।
ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর কিছুক্ষণ ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনা ঘটানো বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলেও জানান ওসি।