মোশারফ হোসেন রিপন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
Published : 07 Nov 2023, 04:19 PM
তৈরি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে ঢুকে গাজীপুরে গার্মেন্টস কারখানা-গাড়িতে ছাত্রদল নেতা ও সহযোগীরা ভাঙচুর-অগ্নিসংযোগে অংশ নেন বলে দাবি করেছে পুলিশ।
ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে ঘটনায় জড়িত সন্দেহে সোমবার ঢাকার হাজারীবাগ থানা এলাকা হতে কালিয়াকৈরের ছাত্রদল নেতা মো. মোশারফ হোসেন রিপনকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
তাকে নিয়ে করা এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এই দাবি করেন।
মোশারফ হোসেন রিপন ওরফে মো. রিপন হোসেন ওরফে রিপন মাহমুদ (২৭) কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকার মো. সুরুজ আল মামুনের ছেলে এবং কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা হয়েছে।
মহানগর পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে তিনি বলেন, “৩০ অক্টোবর কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন্স লিমিটেড এবং ৩১ অক্টোবর সফিপুরের লিডা ও ফর্টিস গার্মেন্টস লিমিটেডের ঘটনায় রিপন জড়িত ছিলেন।
“নেতাদের নির্দেশে আন্দোলন বেগবান করতে তিনি শ্রমিকদের মধ্যে ঢুকে আগুন দেন। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ফুটেজে তাকে দাহ্য পদার্থ ভরা পাত্র বহন ও অগ্নিসংযোগ করতে দেখা গেছে।
কমিশনার আরও বলেন, ঘটনার পর পরই তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন এবং এলাকা ছাড়েন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জিয়াউল হক, মোহাম্মদ আহমারুজ্জামান, পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।