ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ মাথায় আঘাত পান বলে জানায় পুলিশ।
Published : 07 Dec 2024, 06:31 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান।
নিহত মো. ইদ্রিস আলী (৬৫) উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা।
এএসআই ফজলুর রহমান জানান, দুপুরের পর ইদ্রিস আলী বরুহাটি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এএসআই ফজলুর।