“পাহাড়েও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে। সেই সঙ্গে রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।”
Published : 21 Sep 2024, 02:43 PM
পার্বত্য চট্টগ্রাম এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, “সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার বিষয়টি সত্য নয়। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।”
শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আন্ধারমানিক এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। একটি পক্ষ অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।”
পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ‘দীর্ঘদিন ধরে সমস্যা’ রয়েছে বলে উল্লেখ করে টেলিযোগাযোগ উপদেষ্টা বলেন, “আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই।
“পাহাড়েও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে। সেই সঙ্গে রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।”
ফেনীতে বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বন্যা পরবর্তী এখন পুনর্বাসন কার্যক্রম কীভাবে দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রাথমিকভাবে গৃহনির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে। আশা করছি সবাই ঘর পাবেন, কেউ গৃহহীন থাকবে না।”
‘ভারতের উজানের পানিতে’ ফেনীতে বন্যা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, “আমরা আগেও বলেছি ভারত যা করেছে তা ঠিক হয়নি। বন্যার স্থায়ী সমাধান করতে হবে। কীভাবে ক্ষতি কমিয়ে আনতে পারি, বাঁধগুলো স্থায়ীভাবে করা যায় কিনা সেটিও ভাবতে হবে। বন্যা মোকাবেলায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে।”
পরে উপদেষ্টা ফুলগাজী উপজেলার জগতপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।
এ সময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তথ্য উপদেষ্টা ফুলগাজীর আনন্দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইস্তিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।