তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী নাগরিকরা যাতায়াত করতে পারবেন।
Published : 19 Oct 2023, 07:47 PM
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান সাংবাদিকদের বলেন, “ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের এক চিঠিতে জানানো হয়েছে, দুর্গা পূজা উপলক্ষে তাদের পাঁচদিন ছুটি থাকবে।
“২০ থেকে ২৪ অক্টোবর এ ছুটি চলবে। ২৫ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কাজ পুনরায় শুরু হবে।
তিনি আরও জানান, সেই পরিপ্রেক্ষিতে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরেও। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী নাগরিকরা যাতায়াত করতে পারবেন।