এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানাটির মালিক দাবি করেছেন।
Published : 13 Feb 2024, 08:46 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সিঁদুর তৈরির কারখানা পুড়ে গেছে।
সোমবার রাতে শিবচর পৌরসভার চর শ্যামাইল কাজীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শিবপুর স্টেশন লিডার তপন কুমার ঘোষ জানান।
ব্যবসায়ী রবীন্দ্রনাথ মণ্ডল ‘রাজলক্ষ্মী এম্পোরিয়াম’ নামে একটি সিঁদুর তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তিনি অভিযোগ করে বলেন, “এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমার কারখানায় আগুনের কোনো কাজ করা হয় না। দুটি বৈদ্যুতিক লাইট চালিয়ে কাজ করা হয়। সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আমরা চলে যাই। রাতে আগুনের ঘটনা ঘটে।”
“ধারণা করছি, কেউ ইচ্ছে করে শত্রুতাবশত অগ্নিসংযোগ করে আমার এত বড় ক্ষতি করেছে। আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।”
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার তপন কুমার ঘোষ বলেন, একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখাটিতে আগুন লাগতে পারে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।