রাধানগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ বলেন, বেগপুর বিলের প্রায় দেড়শ বিঘা খাস জমি নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল।
Published : 22 Nov 2024, 08:42 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষের সময় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন।
বুধবার উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর বিলের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই রাতে একজন এবং বৃহস্পতিবার রাতে আরো একজন মারা যান।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, বুধবারের বেগপুর বিলের খাস জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় দুদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে দুটি মামলা প্রক্রিয়াধীন।
নিহতরা হলেন- রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৬০) এবং ফুলবাড়ী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে তফজুল হোসেন (৭৪)।
রাধানগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ বলেন, বেগপুর বিলের প্রায় দেড়শ বিঘা খাস জমি নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল। খাস বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করে আসছেন এক পক্ষ। অপর পক্ষের দাবি এ জমি তাদের রেকর্ডিয় সম্পত্তি।
বুধবার জমির দখল নিয়ে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের পক্ষের অন্তত ১৮ জন আহত হয়।
আহতদের অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আব্দুস সাত্তার বুধবার রাতে এবং তফজুল হোসেন বৃহস্পতিবার রাতে রাজশাহীতে মারা যান।