Published : 07 Jun 2024, 01:47 PM
জামালপুরে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে শহরে এলজিইডি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলজিইডি ভবনের দুইটি রেস্ট রুম আসবাবপত্রসহ পুড়ে গেছে। তবে কেউ আহত বা নিহত হয়নি।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরেছিল। কিছু আসবাবপত্র পুড়লেও তেমন ক্ষতি হয়নি। কোনো ফাইলপত্র পোড়েনি।”