রাত সাড়ে ৮টা পর্যন্ত কুকুরের আক্রমণের শিকার ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Published : 11 Dec 2024, 01:13 AM
ঢাকার সাভার উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অর্ধশতাধিক পথচারী আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পৌর এলাকার রেডিও কলোনি, সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেণ্ডা মহল্লা থেকে আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোসাম্মত কামরুন্নাহার।
তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম জানান, তিনি আনন্দপুর ভার্কের সামনে গিয়েছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার হাতে কামড় দিয়ে ধরে রাখে। পরে কয়েকজন পথচারী কুকুরটিকে আঘাত করলে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কথা জানান তিনি।
আরেক আহত ইয়াসিন হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে একটি কুকুর তার ওপর আক্রমণ করে। এরপর কোমরে কামড় দেয়।
তিনি বলেন, “আমাকে কামড় দেওয়া পর ওই এলাকায় আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে আহত করেছে।”
চিকিৎসক কামরুন্নাহার বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বেশি জখম হয়েছেন।
প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।