“স্থানীয়রা শেষবার তাকে নদী তীরে মাছ ধরতে দেখেছিল। কিন্তু সে কীভাবে নদীতে পড়ল তা জানা যায়নি।”
Published : 28 May 2024, 08:48 PM
ঘূর্ণিঝড় রেমালের মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল।
নিহত ২২ বছরের তরুণ মো. জাহাঙ্গীর ঘরামী নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা বারেক ঘরামীর ছেলে।
জাহাঙ্গীরের ‘মৃগী রোগ’ ছিল জানিয়ে তার বোন নাজমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীর কীর্তনখোলা নদীতে মাছ ধরত। ঘূর্ণিঝড়ের মধ্যে সোমবার সকাল ১০টায় সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নাজমা আরও বলেন, “ঝড়ের পর মঙ্গলবার সকাল থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে বিকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়ার খবর পাওয়া যায়।”
ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলে জাহাঙ্গীর সোমবার নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা শেষবার তাকে নদী তীরে মাছ ধরতে দেখেছিল। কিন্তু সে কীভাবে নদীতে পড়ল তা জানা যায়নি।”
আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।