৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডি থেকে মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে।
Published : 10 Oct 2024, 12:03 AM
গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আলাদত।
বুধবার গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল মতিন এই আদেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী আহসানুল করিম লাছু জানান।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গিনিকে আদালতে হাজির করা হয়।
আইনজীবী জানান, আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার এসআই মো. মনিরুজ্জামান গিনির সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করেন।
তিনি জানান, এ সময় গিনির জামিন আবেদন করা হয়। আদালত তা প্রক্রিয়াধীন রেখে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই ২৬ অগাস্ট মামলাটি করেন। এতে গিনিসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীকে আসামি করা হয়।
৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডি থেকে মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে। পরে আশুলিয়ায় রবিউস সানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ওই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।