ওই সময় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় তিনি নিহত হন বলে মামলায় বলা হয়।
Published : 15 Jan 2025, 07:11 PM
যশোরের বেনাপোলে হত্যার দুই বছর চার মাস পর আদালতের নির্দেশে স্থানীয় এক বিএনপি নেতার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
বুধবার দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
নিহত আব্দুল আলিম (৪৫) শার্শা উপজেলার বেনাপোলের ফারাজ আলীর ছেলে। তিনি পৌর এলাকার ওয়ার্ড পর্যায়ের নেতা।
ওসি রাসেল মিয়া বলেন, ২০২২ সালের ১৬ অগাস্ট বেনাপোল বাজারে বিএনপির একটি দোয়া অনুষ্ঠানে হামলা করে একদল দুর্বৃত্ত। হামলায় বেনাপোলের আব্দুল আলিম মারাত্মকভাবে জখম হন। একমাস পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ১৮ নভেম্বর বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা করেন আব্দুল আলিমের স্ত্রী হাসিনা খাতুন। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জনকে আসামি করা হয়েছে।
হাসিনা খাতুন বলেন, ২০২২ সালের ১৬ অগাস্ট বেনাপোল বাজারের মিলন মার্কেটে পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান চলছিল। তখন বেনাপোল পৌর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে তার স্বামী মারাত্মকভাবে আহত হন। একমাস পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।