পুলিশ জানায়, তার পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসাবে সরকারি কবরস্থানে দাফন করা হবে।
Published : 27 May 2024, 12:06 PM
জয়পুরহাটের কালাই উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের প্রাণ গেছে; যিনি মিটার চুরি করতে গিয়ে নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুরমাঠ এলাকায় বরেন্দ্র প্রকল্পের একটি গভীর নলকূপ এলাকায় রোববার গভীররাতে এ ঘটনা ঘটে বলে
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান।
নিহত ব্যক্তির বয়স ৩০-৩২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “একদল চোর শেখপুরমাঠ বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক মিটার চুরি করতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের একজন ঘটনাস্থলেই নিহত হন।”
পরে তার অন্য সহযোগীরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসাবে সরকারি কবরস্থানে দাফন করা হবে।