Published : 20 Mar 2025, 07:19 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বৈকুন্ঠপুরের বেড়াদহ ব্রিজের নিচের ডোবায় লাশ দুটি পাওয়া যায় বলে রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
নিহতরা হলেন- বৈকুন্ঠপুর গ্রামের তোতা সেখের ছেলে হৃদয় সেখ (১৮) এবং একই গ্রামের বদিউজ্জামান সেখের ছেলে রিয়াজ সেখ (১৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
স্বজনদের বরাতে ওসি আসাদুজ্জামান বলেন, “গত ১৬ মার্চ রাত ১০টার পর থেকে নির্মাণ শ্রমিক হৃদয় এবং রিয়াজ নিখোঁজ হন। পরের দিন স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।”
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় কচুরিপানার ভেতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ওসি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, কেউ তাদেরকে হত্যার পর ঘটনাস্থলে মরদেহ ফেলে গেছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানা যায়নি। মরদেহ থানা হেফাজতে রয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।