Published : 21 Dec 2024, 10:36 PM
গাজীপুরের শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত ও কিশোর ছেলে দগ্ধ হয়েছে।
নিহতের ভাই বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (উত্তরপাড়া) এলাকায় বসতবাড়ির দোতলায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার (৩২) ওই এলাকার আবুল হাশেম প্রধানের স্ত্রী। এতে দগ্ধ হয়েছে ১২ বছর বয়সি তাদের কিশোর ছেলে সানোয়ার হোসেন প্রধান।
শামসুন্নাহারের ভাই মহিউদ্দিন বলেন, বেলা ১১টার দিকে তার বোন বাড়ির দোতলায় রান্নাঘরে ছিলেন। ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। রান্নাঘরের চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সেখান থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘরে আগুন ধরে যায়।
সিলিন্ডার বিস্ফোরণে ঘরের আসবাবপত্র ভেঙে যায়। রান্নাঘরের জানালার কাচ ভেঙে নিচে পড়ে যায়। এতে মা-ছেলে দগ্ধ হন।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউসের পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাট বাড়ির দোতলায় তালাবদ্ধ পান। আশপাশের ফ্ল্যাটের লোকজন আহত মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লিকেজ দিয়ে বের হয়ে জমে থাকা গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে।
ওই হাসপাতালের ব্যবস্থাপক মূসা কলিমূল্লাহ বলেন, দগ্ধদের গাড়িতে রেখেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শামসুন্নাহারের ৯০ ভাগ এবং তার ছেলে সানোয়ারের মুখমণ্ডল দগ্ধ হয়েছে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শামসুন্নাহার মারা যান।
“তালাবন্ধ থাকায় ঘরে ঢুকে বিস্ফোরণের ধরন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি”, বলেন মাহমুদুল হাসান।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিষয়টি তার জানা নেই।