শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।
Published : 02 Nov 2024, 07:05 PM
কারাবন্দি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের স্বাস্থ্য পরীক্ষা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে শাহরিয়ার কবিরকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে হুইল চেয়ারে করে হাসপাতালের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের কক্ষে নিয়ে যাওয়া হয়।
হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তার কিছু টেস্ট করানো হয়। এ সময় হাসপাতালের চারপাশে কারারক্ষী, পুলিশ ও বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন ছিল।
চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, শাহরিয়ার কবিরের রুটিন চেকআপ হয়েছে। তিনি বয়সজনিত নানা রোগে ভুগছেন। আপাতত কোনো জটিলতা নেই।
“আমরা আজকে একটি ব্যবস্থাপত্র দিয়েছি। রোববার রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই করে প্রয়োজন হলে আবারো ব্যবস্থাপত্র দেওয়া হবে।”
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, শাহরিয়ার কবিরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েক দফা রিমান্ড শেষে তাকে আদালতের নির্দেশে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সেখান থেকে তাকে প্রথমে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। এখানেই তিনি বর্তমানে বন্দি আছেন।