পালং খালটি শহরের রাজগঞ্জ ব্রিজ থেকে কীর্তিনাশা নদী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বিস্তৃত।
Published : 25 Nov 2024, 01:09 AM
তিন দশক পর শরীয়তপুর শহরের রাজগঞ্জ ব্রিজ থেকে কীর্তিনাশা নদী পর্যন্ত বিস্তৃত প্রায় দুই কিলোমিটারের পালং খাল উদ্ধারে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
খালটির বেশকিছু এলাকা প্রভাবশালীরা দখলে নিয়ে স্থাপনা, দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করছেন। এ ছাড়া শহরের বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলায় খালটি বন্ধ হয়ে পরিবেশ দূষণ করছে। এতে খালে পানির প্রবাহ বন্ধ গেছে।
রোববার থেকে পালং খাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এ সময় শরীয়তপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, পালং বাজার বণিক সমিতির সভাপতি মাহবুব আলম তালুকদার, সাধারণ সম্পাদক আবদুস সালাম বেপারী, পৌরসভার প্রধান নির্বাহী এনামুল হক, নির্বাহী প্রকৌশলী সোহেল তালুকদার ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক পিংকি সাহা বলেন, “জেলা প্রশাসকের নির্দেশে পৌরসভার খালগুলোর পানি প্রবাহমান করার জন্য অভিযান চলছে। এ অভিযান চলাকালীন কোনো বাধা বা প্রতিবন্ধকতা এলে বণিক সমিতি ও স্থানীয়দের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।”
পালং বাজার বণিক সমিতির সভাপতি মো. মাহবুব আলম তালুকদার বলেন, “দীর্ঘদিন যাবত পালং বাজারের পাশ দিয়ে প্রবাহমান খালটি ময়লা-আবর্জনায় ভরপুর হয়ে গেছে। তাছাড়া কিছু প্রভাবশালী খালের জমি দখল করে ইমারত নির্মাণ করেছে, দোকানপাট নির্মাণ করেছে। এ খালটি প্রবাহমান থাকলে বাজারের পানি নিষ্কাশনে বিরাট উপকার হবে। আমরা এ কাজে সহায়তা করব।”
পালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম বেপারী বলেন, “খাল উদ্ধার অভিযানে আমরা বাজার বণিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।”
পৌরসভার প্রধান নির্বাহী মো. এনামূল হক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে খালটি উদ্ধার ও খালে পানি প্রবাহমান করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এটা অব্যাহত থাকবে।