গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ লাভ করেছেন ৩৭ জন।
Published : 24 Dec 2022, 04:24 PM
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৫৫ জন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ লাভ পেয়েছেন ৩৭ জন।
শনিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয় বলে জানিয়েছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।
তিনি জানান, এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৩৮ জন পরীক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৩৫৬ জনের ফলাফল পরিবর্তন হয়ে ৩৭ জন জিপিএ ৫ লাভ করে। এ ছাড়া ১৫৫ জন ফেল থেকে পাশ করেছে। বিভিন্ন বিভাগে মোট ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাচাই শেষে ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ওই শিক্ষার্থীরা এই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড- কুমিল্লা গঠিত। চলতি বছর ছয় জেলার এক হাজার ৭৭৬টি প্রতিষ্ঠানের এক লাখ ৮৬ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৮১০ এবং ছাত্রী এক লাখ পাঁচ হাজার ৯৬৫ জন।
২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৮৪ শিক্ষার্থী। এরমধ্যে ৭৩ হাজার ৯৯৩ ছাত্র ও ৯৬ হাজার ৪৯১ ছাত্রী। পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।