“জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররম ও আমাকে আরেকটি ট্রলারে তুলে দেয়। পরে অন্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় তারা।“
Published : 07 Nov 2024, 03:32 PM
কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত ও ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এই ঘটনা ঘটার কথা জেনেছেন বলে মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান।
গুলিতে নিহত মোকাররম হোসেন (৪৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।
তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারের মাঝি ছিলেন।
এই ট্রলার থেকে অক্ষত অবস্থায় ফিরে আসা জেলে জয়নাল উদ্দিন বলেন, তাদের ফিশিং ট্রলারটি ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল। বুধবার রাত আনুমানিক ২টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা তাদের ট্রলারে হামলা চালায়। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন৷
“ঘটনার পর জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররম ও আমাকে আরেকটি ট্রলারে তুলে দেয়। পরে অন্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় তারা।“
জয়নাল উদ্দিন আরও বলেন, “অন্য ট্রলারের সহযোগিতায় গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু ঘটে। তার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।“
ওসি কায়সার হামিদ জানান, বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে জলদস্যূদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক জেলের মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছেন।
এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।