ধলেশ্বরী নদী থেকে মাছ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিহত বশির ব্যাপারী মাছ বিক্রির পাশাপাশি মাটি কাটার ড্রেজার চালাতেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2022, 04:19 PM
Updated : 29 July 2022, 04:19 PM

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধলেশ্বরীর চর আলীরটেক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান।

পুলিশ জানায়, নিহত বশির ব্যাপারী (৩২) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দাপাড়া এলাকার আমির হোসেন ব্যাপারীর ছেলে। তিনি মাছ বিক্রির পাশাপাশি মাটি কাটার ড্রেজার চালাতেন।

“বৃহস্পতিবার সন্ধ্যায় ধলেশ্বরী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মুক্তারপুর নৌ-পুলিশ রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে।”

ঘটনাস্থলে যাওয়া পরিদর্শক লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।