বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুইটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি।
Published : 06 Jan 2024, 04:12 PM
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
শনিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী শাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম জানান।
আটক ৪৫ বছর বয়সী মো. জহির উদ্দিন শাহপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
কর্নেল নজরুল বলেন, “গোপন খবরে শাহাপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে জহিরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুইটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
“নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখাতে এবং নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।