অভিযোগে ওই নারী বলেছেন, ধর্ষণে জামালকে চারজন সহযোগিতা করেছেন।
Published : 25 Mar 2025, 01:46 AM
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।
রামগতি থানায় লিখিত অভিযোগে ওই নারী বলেছেন, তার স্বামীর ‘বোনজামাই’ মো. জামাল রোববার ভোরে চার জনের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন।
অভিযুক্ত জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচার গ্রামের বাসিন্দা।
রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, “এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা নেওয়া হবে।”
অভিযোগে বলা হয়, জামাল তাকে “অনেক দিন ধরে অনৈতিক প্রস্তাব’ দিচ্ছিল। ঘটনাটি তিনি স্বামীকেও জানিয়েছেন। এ নিয়ে সালিশ ডাকলেও জামাল আসেনি। উল্টো গৃহবধূকে ‘কুপ্রস্তাব’ দেওয়া অব্যাহত রাখে।
অভিযোগে বলা হয়, সোমবার ভোরে ‘প্রকৃতির ডাকে’ ওই নারী বাইরে বেরোলে জামালসহ পাঁচজন তাকে তুলে নিয়ে যায়।