চুয়াডাঙ্গায় জব্দ করা সোনার ওজন ২৩২ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
Published : 05 Jun 2024, 09:30 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে দুটি সোনার বারসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
আটক ইজিবাইক চালক মোহাম্মদ কাওছার (৪০) একই উপজেলা মুন্সিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
জব্দ করা সোনার ওজন ২৩২ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান জানান, কুতুবপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের গোপন খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা অভিযান চালায়।
“এ সময় সীমান্তের দিকে একটি ইজিবাইক যেতে দেখে সেটিকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে আটকের পর তার শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা দুটি সোনার বার পাওয়া যায়।”
জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গার ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান জাহিদুর রহমান।
আটকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানানা বিজিবির এই কর্মকর্তা।