Published : 05 Mar 2024, 07:25 PM
ময়মনসিংহ সিটি করপোরেশন ভোটের প্রচারের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে নগরীর সার্কিট হাউজ ময়দানে ডাকা ‘স্বাধীনতা কনসার্ট’ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সন্ধ্যায় দেশের নামিদামি শিল্পীদের নিয়ে এই কনসার্টের আয়োজন করেছিলেন সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী কনসার্ট বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেন। এরপরই বন্ধ করা হয় কনসার্টের কার্যক্রম।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, কনসার্ট বন্ধের নির্দেশ আসার পর পুলিশ সেখান থেকে মালামাল সরিয়ে দিচ্ছে।
৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, “সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় নির্বাচন কমিশন কনসার্টটি বন্ধের নির্দেশ দিয়েছেন।
“নির্বাচনকে সামনে রেখে যেকোনো সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিবেশ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে।”
ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, “কনসার্ট বন্ধ করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চিঠি পেয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে, সংসদ সদস্য নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, “বাংলাদেশ নির্বাচন কমিশন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে নির্বাচনের কয়েকদিন আগে আমাদের আয়োজিত স্বাধীনতা কনসার্ট আয়োজন না করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের এই নির্দেশকে মান্য করে অনুষ্ঠানটি সিটি করপোরেশনের বাইরে কোথাও আজ বা আগামীকাল কিংবা নির্বাচনের পরে কোনো একদিন অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ।
“এই কনসার্ট আয়োজনের ব্যাপারে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা। ময়মনসিংহবাসীকে অচিরেই এই কনসার্টের স্বাদ দেওয়া হবে ইনশাআল্লাহ।”
‘ছড়িয়ে যাক তারুণ্যে, ৭ মার্চের চেতনা’- এ স্লোগানে ‘জয়ের গর্জনে মার্চ, স্বাধীনতা কনসার্ট’ এর আয়োজন করা হয়েছিল। কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী, কণা, প্রীতম, পিন্টু ও প্রতীক হাসানের সংগীত পরিবেশনের কথা ছিল।