মাছটি দেখতে আসা এক ব্যক্তি বলেন, এত বড় মাছের গল্প তিনি বাপ-দাদার কাছে শুনতেন, আজ সামনাসামনি দেখার সুযোগ হল।
Published : 17 Feb 2024, 10:05 PM
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জেলের জালে ধরা পড়ে ৩২ কেজি ওজনের বাঘাইর। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে সেটি ৪০ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার এক মাছ বিক্রেতা।
শনিবার সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করেন তিনি।
অনন্ত বিশ্বাস নামে ওই বিক্রেতা বলেন, “জেলার যেকোনো নদ-নদীতে বড় মাছ ধরার খবর পেলে তা কিনে বাজারে খুচরায় বিক্রি করি। আজ বিকালে ভুরুঙ্গামারী দুধকুমার নদে ধরা পড়া বড় বাঘাইর মাছটি ৪০ হাজার টাকা দিয়ে কিনে নিই। আশা করছি, কেজি প্রতি ১৩০০ থেকে ১৩৫০ টাকা দরে বিক্রি করতে পারব।”
আরেক মৎস্য ব্যবসায়ী মন্টু শেখ বলেন, “নদীতে বাঘাইর শিকারের মৌসুম চলছে। এরকম আকারের মাছ যদিও নিয়মিত ধরা পড়ে না। তবে ভাগ্যগুণে ধরা পড়লে জেলেরা দামও ভালো পায়।”
মাছটি দেখতে আসা সুমন রহমান বলেন, “এর আগে শুধু ছবিতেই এত বড় মাছ দেখেছি। বাপ-দাদার কাছে গল্প শুনতাম; আজ সামনাসামনি দেখার সুযোগ হল। তাই মোবাইলে ছবি তুলে রাখলাম।”
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাদির খান বলেন, “জেলার বিভিন্ন নদ-নদীতে মাঝে-মধ্যে বড় আকারের মাছ ধরার খবর আসে। কিছু মাছ বিলুপ্ত প্রজাতির। পরিবেশ আইনে বাঘাইর মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ।”
তিনি আরও বলেন, “এসব মাছ বিক্রি হয়ে যাওয়ার পর আমরা জানতে পারি। তখন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আর থাকে না। তবে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি।”